শব্দগুলো মাথার মধ্যে,
জব্দ হয়ে সঙ্গী বাড়ায়—
ভাবটা তখন ইচ্ছে-ফড়িং,
তিড়িং বিড়িং আকাশ ছাড়ায় ।
আমি তখন আঁচড় দিয়ে
বুকের উপর উল্কি আঁকি—
ভাব এলো না ছন্দ গেল ?
হয়তো সবাই দিচ্ছে ফাঁকি।
রাজ্য গেলো রাজাও গেলো —
আর যা যাচ্ছে হয়তো দামি,
রইলো তবু হাতের যে পাঁচ,
থাকবে সেটা সেটাই 'আমি'।
(পরবাস-৬৪, ৩০ সেপ্টেম্বর, ২০১৬)