Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে
মফিজুল ইসলাম খানের

লেখা


ISSN 1563-8685




তোমার নির্ভাবনায় কাটছে সময়

উড়িয়ে দিয়েছো ঘুড়ি মেঘলা আকাশে
ঝড় বৃষ্টি তুফান কারো কারো পেছনে
লেলিয়ে দিয়েছো পাগলা কুত্তার মতো
অবিরাম কেবল ঘেউ ঘেউ তাড়িয়ে বেড়ায়।

ঘর দিলে না বাড়ি দিলে না অর্থবিত্ত কিছুই দিলে না
তবে কেন পুষ্পময় সংসার দিলে, আগুনজ্বলা পেট দিলে
রাক্ষুসী ক্ষুধা দিলে, কষ্টেভরা জীবন দিলে?

ধন দিলে না, খাবার দিলে না, সুখ দিলে না, শান্তি দিলে না
তবে কেন ভালোবাসার অফার দিলে
প্রেমের মদিরায় অবগাহনের ডাক দিলে?

হাতে রেখে পিতলা নাটাই মনের সুখে বসে আছো
সাত আসমানের সিংহাসনে, নির্ভাবনায় কাটছে সময়
প্যাঁচ খেলা হলে শেষ নাটাই ঘুরিয়ে টানবে সুতা।



(পরবাস-৬৪, ৩০ সেপ্টেম্বর, ২০১৬)