বলির পাঁঠাবলির পাঁঠা ফুলের সাজে, জীবন নেয়ার মন্ত্র
পাঁঠা কেবল ব্যা-ব্যা করে বোঝে না ষড়যন্ত্র।
পাঁঠা ভাবে ধন্য হলাম
এতদিনে কদর পেলাম
পাঁঠা মরে যুগে যুগে বোঝে না রাজতন্ত্র।।
ফুলের মূল্যফুলের মূল্য ফুলকে দিলাম, ফুল দিল না ফুলকে
এত করে বোঝাই তাকে বোঝে না সে ভুলকে।
ফুলের শত্রু ফুলই বটে
ষোলপ্যাঁচের জটিল জটে
দু'য়ের জন্ম একই গাছে, বোঝে না সে মূলকে।।
(পরবাস-৬৫, ডিসেম্বর ২০১৬)
অলংকরণঃ গুগল 'ওপেন অ্যাকসেস' থেকে নেয়া