'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো)-এর খবর:
— Prasenjit Gupta's translation "Moustache Thievery" of Sukumar Ray's poem has been included in "OXFORD INK LITERATURE READER 7(*)" edited by Gowri Sarkar and James Paul.
We gladly note that similarly other articles from Parabaas are making their way to textbooks!
— শংকর চট্টোপাধ্যায়ের প্রবন্ধের বই "উৎসারিত আলো রবীন্দ্রনাথের গান(*)" প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে (২০১৭)।
— অনন্যা দাশের মুশকিল আসান ও অন্যান্য গল্প প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (নববর্ষ, ২০১৭; 'কিশোর কাহিনি সিরিজ')।
— সুস্মিতা হালদারের গল্পের বই, কিন্তু কবিতার ধাঁচে লেখা, 'কবিতার গল্পেরা' (দে'জ, কমলিনী প্রকাশন বিভাগ; বইমেলা ২০১৭)।
— অঞ্জলি দাশের কবিতার বই 'মুগ্ধ হয়ে থাকি' ("সই" প্রকাশনী; বইমেলা, ২০১৭)।
— অনন্যা দাশের তিনটি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়ঃ 'হাওয়া বদল ও আংটি রহস্য' (শ্রী বুক এজেন্সি, ২০১৭),
![]()
'নাভাহোদের খপ্পরে' (শিশু সাহিত্য সংসদ ২০১৭), ও
'প্রতিহিংসার বহ্নিশিখা' (বাংলার মুখ প্রকাশন, ২০১৭)।
— দেবজ্যোতি ভট্টাচার্যের ২টি কিশোর উপন্যাস 'নিবাত কবচ অভিযান' (অরণ্যমন প্রকাশনী, বইমেলা, ২০১৭) 'পংখিলালের গুহা' (খোয়াবনামা প্রকাশনী, ডিসেম্বর, ২০১৬) এবং উপন্যাস 'যাত্রী' (২য় পর্ব) প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ (বইমেলা, ২০১৭) থেকে।
— রবিন পালের দুটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায় : 'স্পেনের গৃহযুদ্ধ ও ভারতবর্ষ' (র্যাডিকাল ইম্প্রেশন, ২০১৭) এবং 'র্যালফ ফক্স : রাজনীতি, সংস্কৃতি, ভারতনীতি' প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে (বইমেলা, ২০১৭)।
— কৌশিক সেনের নভেলা 'তালপাতার দ্বীপ' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (বইমেলা, ২০১৭); এবং 'প্রতিভাস' থেকে প্রবন্ধের বই 'ক্যানসার' (বইমেলা, ২০১৭)।
— অরণি বসুর কবিতার বই 'ভাঙা অক্ষরে রামধনু' (*) পরম্পরা প্রকাশন (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।
— শ্রীকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবন্ধ সংকলন 'আশ্চর্যময়ী : ভিন্ন ঘরানার বাঙালি নারীর কথা' প্রকাশিত হয়েছে দীপ প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।
— কালীকৃষ্ণ গুহর প্রবন্ধের বই 'আসা-যাওয়ার পথের ধারে' ছোঁয়া প্রকাশন (বইমেলা, ২০১৭) এবং
'কবিতা সংগ্রহ' (খণ্ড ১) প্রকাশিত হয়েছে ঋত প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।
— পিনাকী ঠাকুরের কবিতার বই 'বসন্ত মস্তান' (*) সিগনেট প্রেস (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।
— যশোধরা রায়চৌধুরীর 'শ্রেষ্ঠ কবিতা' (*) প্রকাশিত হয়েছে দে'জ পাবলিশিং (বইমেলা, ২০১৭) থেকে।
— সঞ্জয় মুখোপাধ্যায়ের চলমান গদ্যচিত্র 'ওগো মায়া, ওগো বাতায়ন' প্রকাশিত হয়েছে (খোয়াবনামা, ২০১৭) এবং প্রবন্ধ 'তিন তরঙ্গ' প্রকাশিত হয়েছে বইওয়ালা প্রকাশনী থেকে (বইমেলা, ২০১৭)।
— তিলোত্তমা মজুমদারের কিশোর উপন্যাস 'বুদ্ধুস্যারের বুদ্ধি' আনন্দ পাবলিশার্স (বইমেলা, ২০১৭) এবং কবিতার বই
'তোর জন্য নির্বাচিত অক্ষর' প্রকাশিত হয়েছে ছোঁয়া প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।
— কেতকী কুশারী ডাইসনের 'কবিতা সমগ্র' (খণ্ড ২) সিগনেট প্রেস (বইমেলা, ২০১৭) এবং 'নাটক সমগ্র' প্রকাশিত হয়েছে এবং মুশায়েরা (বইমেলা, ২০১৭) থেকে।
— আর্যা ভট্টাচার্যের কবিতার সংকলন 'পরবাস' প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে (বইমেলা, ২০১৭)।
— সুমিতা চক্রবর্তীর প্রবন্ধের বই 'ইতিহাস চিহ্নিত সাহিত্য' বঙ্গীয় সাহিত্য সংসদ (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।
— মিহির সেনগুপ্তর 'ভাটিপুত্রের বরিশালি গদ্যসংগ্রহ' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স (বইমেলা, ২০১৭) এবং উপন্যাস 'স্বপ্ন সুগন্ধা' প্রকাশিত হয়েছে জে. এন. চক্রবর্তী থেকে।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।
(পরবাস-৬৬, মার্চ-মে ২০১৭)
(আগের সংখ্যায়) | (পরের সংখ্যায়)