Parabaas Moviestore
Parabaas Musicstore
Subscribe to Magazines


পরবাসে সহেলী মজুমদার ব্যানার্জীর
লেখা


ISSN 1563-8685
শোক

দুঃসময় দুঃস্বপ্ন যেন
গভীর রাত চেতনায়
ছেয়ে যায় আস্তে আস্তে -
স্তব্ধ হয়ে আসে চারপাশ
অনুভূতিরা বুঁদ হয়ে আসে -
সময়ের ঘেরাটোপে বন্দী
তবু ক্লান্তি নামে শরীরে
ঘুম নেমে আসে দু চোখে
দুঃসময় দুঃস্বপ্ন হয়ে আসে -
শোক জড়ানো সকাল
বাসী কাপড়ের মতো
সঙ্গীহীন দিন বড় দীর্ঘ
বড় নিঃসঙ্গ লাগে -
টুকরো টুকরো ছবি
ছড়িয়ে পড়ে সারা ঘরে
ঘুম নেমে আসে দু চোখে
দুঃসময় দুঃস্বপ্ন হয়ে আসে -(পরবাস-৬৬, মার্চ ২০১৭)