Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে সন্দীপ মিত্রের
লেখা


ISSN 1563-8685




আগামী প্রজন্মের শিশুরা

রাস্তায় আবর্জনা খুব, তার চেয়ে বেশি,
আমাদের মনে।
অর্থহীন দুপুরবেলায় ছায়াপাত হয় বিশ্বাসযোগ্যতায়
নীলের চাঁদোয়া ফাটিয়ে উড়ে যায় সুতীব্র জেট
বিশ্বভ্রাতৃত্বের।
আমাদের পা থেকে খসে পড়ছে নোখ
বিলীন হয়ে মিলিয়ে যাচ্ছে হস্তরেখা
আমরা কাকভোরে উঠেও দেখতে পাচ্ছিনা সূর্যোদয়
হেঁট হয়ে যাচ্ছে আমাদের মাথা, উঠে যাচ্ছে পা
আমাদের জিভ ভেঙাচ্ছে পশুরা।
আর আনকোরা বোবা বিস্ময়ে, হাততালির বদলে
আগামী প্রজন্মের শিশুরা আঁকড়ে ধরছে নিকষ আঁধার।



(পরবাস-৬৭, জুন ২০১৭)