ISSN 1563-8685




গোধূলির ডাকপিওন

গোধূলির ডাকপিওন - ২০

ছাতার গভীরে ছবি আঁকছে পাহাড়ের কোলাহলী রোদ
বালিহাঁস ঢুকে পড়ছে নির্জন সবুজে
আহা, এ কী মায়াবী নন্দনতত্ত্ব - নিপুণ আলাপ

চারদিকে এত ধুলো – তবু ফ্রেমে ফ্রেমে শুধু সফেদ শহর
যার রাস্তার পাঁজরে উঁকি মারছে নিয়মের নাড়িহীন ভোজসভা

হে বাউলজীবন, কষ্টের জানালা ঘেঁষে ডায়েরী লিখতে শেখাও আমাকে
আমি অসাবধানী হতে চাই – ফণার আদলে।

গোধূলির ডাকপিওন - ২১

বালিশের পিনকোডে কীভাবে হেঁয়ালি জমে জানো?
বিনীত ভ্রমরদিনে বিছানাতে তাকিয়া হেলান দিলে কখনও কি মনে হয়
ইহা এক বারুদ দিবস?

জানি, এ সমস্ত প্রশ্নে তুমি হাসিমুখে দেশলাই খুঁজে
নিতান্ত বারুদ থেকে খুলে নেবে আসল রসদ
তারপর বলবে,
“তোমাকে শস্য-শ্যামলা ভাবি ততদিন – যতদিন আমি রাজি
তুমি অনিচ্ছুক!"



(পরবাস-৬৭, জুন ২০১৭)