Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে
আর্যা ভট্টাচার্যের

লেখা



ISSN 1563-8685




চক্রাকার

দাবানল গ্রাসে যায় নিবিড়
অরণ্য বারে বারে।
শ্যামাভ অঙকুরগুলি উদ্গত হয়
বার বার--নতুন বর্ষায়।
বসন্তের আগমনে ভরে যায়
পুষ্পের সম্ভার--পুনর্বার। তথাপি
দহন চিহ্ণ কিছু লেগে থাকে--
কোষগুলি মনে রাখে--
গভীর কুঞ্চিত যন্ত্রণায়।।



(পরবাস-৬৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭)