শব্দহারা নিঝুম রাতেই
কবিতা তোমার অধিবাস
দুচোখের পাতা জুড়ে
ছেঁড়া ভাসা নষ্ট জলছবি
হৃদয়ের গভীর অলিন্দ নিলয়ে
ব্যথার রোশনাই
টুপটাপ ঝরে নোনা পানির
মোতিদানা চিবুকের আরশিতে
শীর্ণ নদীর মতো হারিয়ে যায়
বুকের খাঁজ বেয়ে আরও আরও অতলে
জন্মায় আরও একটা বেওয়ারিশ কবিতা
(পরবাস-৬৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭)