Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে
আর্যা ভট্টাচার্যের

লেখা



ISSN 1563-8685




কী যেন

কী যেন করার আছে—
সকাল থেকেই মনে হয়।

দিন শেষ হয়ে গেলে—
নিভু নিভু তারার আলোয়
চারদিক ভোরের অপেক্ষায়;
কী যেন করার ছিলো…
হঠাৎ নিদ্রা ভেঙে বিছানায় বসে
থাকি—না-ভোলা তানের মতো
বারবার বেজে যায়।
গভীর অস্বস্তি নিয়ে বেঁচে থাকি।
নিত্য নৈমিত্তিক সব যন্ত্রচালিত যেন-
হয়ে যায়—ঘটে যায়।…
কী যেন করার আছে—কী যেন করার ছিলো—
গানের ধুয়োর মতো
অস্তিত্বে নিয়ত বেজে যায়।।



(পরবাস-৬৯, ২৫ ডিসেম্বর ২০১৭)