ISSN 1563-8685




গোধূলির ডাকপিওন

গোধূলির ডাকপিওন - ২৪

ছোট্ট নদী একফালি রোদ অল্প শাসন ছবি
হাত বাড়ালেই মিত্রশক্তি আঙুল তবু স্থবির
যুদ্ধ এখন ব্রিজ পেরোলেই খোলা বুকের পাখি
যুদ্ধবন্দী হে গন্তব্য,   তোমায় কোথায় রাখি!

শক্তিরূপে যেটুকু ওম্‌ ছিল কোচিং ক্লাসে
দীর্ঘশ্বাসে সেই তলানি উঠছে ভেসে গ্লাসে
মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, তুমি এলেই যদি
আমাকে দাও রোদের ট্রলি পেরিয়ে যাব নদী

এই জানালা ওই জানালা - মিষ্টি, নরম চিঠি
টেবিল জুড়ে গণতন্ত্র - আসলে সব বেঠিক
মেঘ বলেছে অস্থিরতা দরজা খুলে দিলে
বৃষ্টি শুধু পুকুর ভরায় মাছ নিয়ে যায় চিলে

আজ হিসেবের সব পারানি দস্যি মেঘের ভাঁজে
বজ্রগর্ভ হলেও জানি ঝরবে তা অকাজে
জীবনানন্দ, জীবনানন্দ, তুমিই কাব্যরীতি
আমাকে দাও মোহমুক্তি সামান্য প্রকৃতি।



(পরবাস-৭০, ৩১ মার্চ ২০১৮)