কাল সন্ধেবেলা তোমার গায়কিতে যে হাহাকার ছড়িয়ে পড়েছিল
তা-ই আজ এই সকালবেলা নেমে এসেছে পথের ধূলায়।
কার্শিয়াং ছেড়ে যাব একটু পরেই,
একটু পরেই ছেড়ে দিতে হবে এই অনৈসর্গিক বারান্দা।
মেঘেদের লুকোচুরি হাত বাড়িয়ে ছুঁতে চাইছে আমাদের,
আমিও হাত বাড়িয়ে ছুঁতে চাইছি তোমার লাবণ্য।
ফাঁক থেকেই যাচ্ছে--
বাতাসের বিষ চুপিচুপি ঢুকে পড়ছে, হত্যা করছে মন,
একটু একটু করে ধ্বস্ত করছে আমার সুন্দর।
(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)