ছুড়ে ফেলে দিয়েছিলি জীবনের কাঁচা নর্দমায়
কখন ঘুমের মধ্যে বুঝতেই পারিনি অন্ধকার
নর্দমার নোংরা স্রোতে ভেসে যাচ্ছি, খিদে পেয়ে গেছে!
কোথায় খাবার? জল? নিঃশ্বাস নেবার হাওয়া?
রাস্তা পার হয়ে যাচ্ছি ভেদ করে ট্রাফিকজঙ্গল।
নর্দমার বিষবাষ্পে মস্তিষ্ক অবশ হয়ে আসে।
প্রত্যেক বাঁকের মুখে আছাড়, কুৎসিত গন্ধ, বমি
মৃত্যু পার হয়ে গিয়ে নতুন মৃত্যুর মুখোমুখি
আশ্চর্য, এখনও বেঁচে আছি!
কিন্তু বেঁচে আছি হয়ত আরেকবার তোকে দেখব ব'লে...
(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)