ISSN 1563-8685




গোধূলির ডাকপিওন

গোধূলির ডাকপিওন - ২৮

একদিন কিশোরী প্রহর আর টাপুর-টুপুর পার হয়ে
যেদিন নিরীহ বেলা জড়িয়ে আমিষ রোদ
খুঁজে নিল কিছু আকুলতা
কালের নিয়ম স্রোতে সেইদিন ক্ষয়ে গেল নূপুরের মৃদু স্বাধীনতা
সেদিন পুতুল ফেলে মনে আছে বলেছিলে, আমি অনামিকা,
আমার প্রহরে জানি এরপর লেখা হবে অলীক দুপুর!

অনামিকা, অনামিকা, আখরোটী বুনো রোদ ছাঁচে ঢেলে
সেদিন দুপুর ত্বকে তারপর নিবেদনে রেখেছিলে আনাড়ি টিফিন
সে দুপুরে সমস্ত প্রাচীন কাক বেরসিক ভেবেছিল, এল দাবদাহ,
এল সমুদ্র তুফান
শুধু নিমিত্ত বোতামঘর সেইদিনও হেসেছিল প্রহরী প্রকাশে!

অনামিকা, আমি জানি, এখন দুয়ারে আছে নতুন প্রহরী
পৃথিবী থমকে আছে অপত্য প্রবাহে
অনামিকা, আমি জানি, তোমার দুয়ার জুড়ে এখন দাঁড়িয়ে আছেন ঈশ্বর স্বয়ং!



(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)