ISSN 1563-8685
ফোবজিকা, ভুটান ২০১৮
মৃত্যুর মতন তুমি অনন্ত রহস্যে ভরে ওঠ
এই বলে পদ্মনাভ, তিব্বত ফেরত এক প্রবল তান্ত্রিক
লোকায়ত বৌদ্ধমতে ১০৮টি শাদা পতাকা উড়িয়ে দ্যান
ফোবজিকা পাহাড়ে আজ আমার স্মরণে।
এ পাহাড়ে ইয়াকের সারি
এ পাহাড়ে আজ সারাদিন
আমার মৃত্যু স্থিতি, আর আমার পূর্বজন্ম স্মৃতি
হাত ধরাধরি করে হেঁটে যায়
পরবর্তী জন্মের সন্ধানে।
১০৮টি শাদা পতাকা উড়ছে আজ এইখানে আমার মরণে
এই জন্মে ধর্মহীন, অবিশ্বাসী পরজন্মে ধর্মহীন, অবিশ্বাসী হয়ে
অসীম আনন্দে আমি হেঁটে যাই এইসব চিত্রকল্প উপত্যকা বেয়ে।
এইসব ছবির পাহাড়ে
সুদূর তিব্বত থেকে নেমে আসে পরাক্রান্ত গোলন্দাজ সেনা
আজ এক অচেনা অতীতে।
জন্মান্তরিত বুদ্ধ: যোদ্ধা এক গরুড় বাহন
সংহার মূর্তিতে আজ, অত্যুন্মত্ত দৌবারিক হয়ে;
ভীষণ গভীর রাতে খুলে যায় গুম্ফাটির দ্বার
অদূরের নদীটির ভার নেয় হিংস্র এক মকর বাহন
কাছে তার পদ্মনাভ, পদ্মসম্ভব
ভয়ঙ্কর মহাকাল সারারাত অতিব্যস্ত রক্তাক্ত সমরে।
তীব্র হাওয়ায় তবু উপত্যকা জুড়ে
ওড়ে দ্যাখো শ্বেতশুভ্র ১০৮ পতাকার সারি
দারুণ বিস্ময়ে,
আমার মৃত্যুর পরে, আমার জন্মের আগে
এইসব অপ্রাকৃত স্মৃতিকথা বয়ে।