Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে সন্দীপ মিত্রের
লেখা


ISSN 1563-8685




স্রোত

ভাবনার বহমানতায় ভাটা নেই, কিছুটা ব্ল্যাঙ্ক স্পেস,
ধ্যানমগ্ন নির্লিপ্তির ডুবজলে ঘাই মারে নিজেকে চেনার
অপরিহার্য ঢেউ, প্রিয় নদীটির দিকে তাকিয়ে, দেখা যায়
একের পর এক চিন্তন-পিপাসু ভেলা, আমন্ত্রণের ডালি
হাতে বসে থাকে ভাসমান নারীরা। ঘাটে ঘাটে দীপশিখা
জ্বলে, কিছু কিছু আনুষঙ্গিক ভীতি ক্যানভাসে ছিটিয়ে
দিল কাঁকড়া বিছের প্রতিকৃতি। কোণঠাসা সন্ধ্যায়, খালি
পায়ে ঘাসপ্রেমী জলকণার ছোঁয়া। অযান্ত্রিক বোধের
বেয়াড়াপনায় চোরাস্রোত জোয়ারে ভাটাতে ওঠেনামে,
বোজা চোখও দৃশ্যপীড়িত হয়, চোখ রাখে বাস্তবের চোখে,
বদলে যাওয়া পর্দায় ইতস্তত বিক্ষিপ্ত চিত্রকলা মনখারাপের
সীমারেখা পেরিয়ে মলিন ভোরের আকাশে আলোক স্নেহধারা
ঢেলে দেয়, ভিজিয়ে দিতে অনুভূতির প্রত্যেক স্তর। স্বপ্নের
শরীরেরা গোরস্তান গামী, তাদের অপেক্ষায় চুপ শুয়ে
কফিনবন্দি আঁধার। ভাবনার বহমানতায় শুধুই জোয়ার,
                                        চাঁদের আকর্ষণে।