Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে মধুপর্ণা মুখোপাধ্যায়ের
আরো লেখা


ISSN 1563-8685




প্রেমের কবিতা

ভাবছি একটা কবিতা লিখব
প্রেমের কবিতা
যেখানে পাত্রপাত্রী
থাকবে না কোনো।
শুধু দুটো মন-- শব্দ
নয়, একে অপরকে
ছুঁয়ে যাবে বারবার
আর তার থেকে
ছিটকে উঠবে আলো
তীব্র উত্তাপের মধ্যে
বর্ষা নামবে ভালোবাসার।
এ সেই প্রেমের কবিতা
যেখানে আমি তুমির
দেওয়াল তৈরি করবে না
কোনো দমবন্ধ গলি।

এখন তুমিই বলো
এটা কি সম্ভব?


(পরবাস-৭৪, ৩১ মার্চ ২০১৯)