শিল্প-সাহিত্য সংবাদ

|| এ-টা সে-টা ||

'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)


প্রখ্যাত চিত্রশিল্পী রবীন মণ্ডল (১৯২৯ - ২রা জুলাই ২০১৯)-এর মৃত্যুতে 'পরবাস' গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই। তাঁর দীর্ঘ সাক্ষাৎকার সম্প্রতি পরবাস-এ প্রকাশিত হয়েছে।








সাহিত্যিক নবনীতা দেব সেন তাঁর সমগ্র শিশু সাহিত্যের জন্য ২০১৯ সালের সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পেলেন। তাঁকে আমরা অভিনন্দন জানাই। 'পরবাস'-এ প্রকাশিত তাঁর লেখা এখানে পড়ুন।








প্রখ্যাত চিত্র পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত তাঁর সমগ্র সাহিত্যকৃতির জন্য ২০১৯ সালের রবীন্দ্র পুরস্কার পেলেন। 'পরবাস'-এ প্রকাশিত তাঁর সাক্ষাৎকার এখানে পাওয়া যাবে।









এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।



(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)



(আগের সংখ্যায়) | (পরের সংখ্যায়)