শিল্প-সাহিত্য সংবাদ

|| এ-টা সে-টা ||

'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)



জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গত ২২ নভেম্বর, ২০১৯ এপিজে বাংলা সাহিত্য উৎসব আয়োজিত 'লিটিল ম্যাগাজিন থেকে ওয়েবজিন' শীর্ষক আলোচনাচক্রে "পরবাস"-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী দীপঙ্কর চৌধুরী।


সাহিত্যিক নবনীতা দেব সেন (১৩ জানুয়ারী ১৯৩৮ -- ৭ নভেম্বর ২০১৯)-এর মৃত্যুতে 'পরবাস' গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই। 'পরবাস'-এ প্রকাশিত তাঁর লেখা এখানে পড়ুন।






অরণি বসুর কবিতার বই 'খেলা চলে'(*) ('দশমিক', সেপ্টেম্বর, ২০১৯)।







এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।

(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)



(আগের সংখ্যায়) | (পরের সংখ্যায়)