Subscribe to Magazines






পরবাসে
সুদীপ্ত বিশ্বাসের

আরো লেখা



ISSN 1563-8685




খুশির সকাল

ভোররাতে ছুটি যেই নিল শুকতারা
পুবের আকাশটাকে রাঙালো যে কারা!
নরম আলোতে এই সোনালী বেলায়
মনটাও চুপিচুপি উড়ে উড়ে যায়।
হিসাবের খাতা ভুলে না-জানা সে-দেশে
মায়াবতী ছায়া মাখা অচেনা আবেশে
বিভোর দুচোখ শুধু স্বপ্নের গানে,
প্রকৃতি রাঙিয়ে দেয় সুরেলা সে তানে।
কতদূর ভেসে ভেসে তারপর থামি,
মনেহয় জীবনটা দামি, খুব দামি!
চারিপাশে কত গাছ, কত ফুল-পাখি
এত ফুল এত গাছ, সব নিয়ে থাকি।
রাতজাগা তারা শেষে পাখির কূজন,
এত সুর এত আলো, এত আয়োজন!
ওই দেখ, কত মোটা ল্যাজটা পুষির!
সব নিয়ে বেঁচে থাকা বড়ই খুশির।

(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)