Subscribe to Magazines





পরবাসে
অরুণিমা ভট্টাচার্য দত্তর

আরো লেখা


ISSN 1563-8685




নিবর্তন

তিক্ত বিষাদে বিস্বাদ আমি আজ।
হাল ছেড়ে দিয়েই প্রতিবাদ আমার।

কোণঠাসা নরম শরীর যেমন
ধর্ষককে পেরিয়ে যেতে দেয়
সকল সীমানা।
(দিতে হয়)
শিথিল হয়ে যায় চেতনা,
সতেজ সবুজ পান্নারা হয় নিরুদ্দেশ,
তাজা চুনির রঙে বানভাসি।
তেমনই আমার পরাজয়।
প্রবঞ্চনা মার্জনীয় যদিবা,
কুটিল কাপট্য কদাপি নয়।

ভালো থাকার অভিনয়
ঘেন্না হয়ে চূঁইয়ে পড়ে,
ভালো রাখা শীতল আগুন।
মরিয়া হয়ে হার মেনেছি, তাই
খারাপ হয়েই প্রমাণ করব
খারাপ আছি।
উদ্ধত উগ্রতায় জানিয়ে যাচ্ছি
জিতে গেছ পৃথিবী।
ক্লান্ত অবসন্ন তুমুল দুর্দিন তোমার,
আন্তরিক অভিনন্দন জানাই
বীরভোগ্যা বসুন্ধরা,
ভোগ কর ক্লীবত্ব,
ভোগ্যা হও
একগুচ্ছ শঠ শিথিল শয়তানের।

(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)