অজস্র স্রোতের অন্তহীন ভাঙাচোরা
অন্ধকার তীব্র, সহজ ঈশ্বর
জ্বালামুখে লাভা নয়, রুপোলী ঝিনুক
অবৈধ অভিসার ঘনিষ্ট, শরীরী উচ্ছ্বাস ।
এসরাজে শ্বাসরোগ, বিষণ্ণ কান
আর্তনাদ ভাসে উড়ো মেঘে ভ্রূণে
কুঁকড়ে যায় মাঠ, দেশ, পরবাস
ভালোবাসা নিঃঝুম চুমুকে মাতাল।
সভ্যতার শিলালিপি ছড়িয়ে চারদিক
মহাজন নীল আকাশ ঋণী বহুকাল
নিমেষের ক্ষয়রোগ মেপে যাই রোজ
শব্দহীন কোলাহল, মিথ্যে সর্বনাশ ।
(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)