Subscribe to Magazines





পরবাসে
দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়ের

আরো লেখা


ISSN 1563-8685




বোলপুরঃ ব্যক্তিগত

সর্ব লক্ষ্যে থাকে এই ব্যক্তিগত ছোঁওয়া
বোলপুর পথে পড়ে, নিভু নিভু বাতি
দূর উঠোন, মাচানে ছড়ানো সংসার
রাখালের বাঁশি নেই, চিম্‌নির ভেঁপু, ধোঁয়া

আমার এ হাঁটাপথে কাঁটাগাছ, মূল
সঙ্গী কিছু জনাকয়, ভুল ও নির্ভুল
তাদের আপাত-প্রাপ্তি, স্বার্থের দহন
স্মার্ট হাসি, বিড়ি মুখে, খালি গায়ে স্নান!

হাওয়া বদলে আসে কীটক্ষত সূর্যমুখী ফুল
বোলপুর থেকে বাসে তপ্তস্নিগ্ধ অজয়ের কূল!

(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)