Subscribe to Magazines


পরবাসে
সুবীর বোস-এর

আরো লেখা

বই


ISSN 1563-8685
গোধূলির ডাকপিওন

গোধূলির ডাকপিওন - ৩১

পাহাড়ী বৃষ্টির ফোঁটা, তুমি নদী হও এই মধ্যরাতে
আমি সন্তর্পণে প্রশ্নের সেতু আর অপেক্ষা সাঁতার থেকে খুলে আনি
অনিবার্য ঢেউ।
দেখ, এই রাতে বিধান সরণি থেকে হাতে টানা রিক্সার ভূগোল
কেমন বদলে গেছে যথাসাধ্য
ঘুম থেকে ঘুমে ছেয়ে গেছে নিবিড় শ্রমিকপাড়া
এসো, আমি-তুমি অলৌকিক –
অলৌকিক এই জলীয় মুহূর্তে বাঁচি ডুবসাঁতারের গভীরে

যদি নির্জন শব্দেরা ঘিরে ধরে
জেনো, যা কিছু অথৈ হয় তার পায়ে প্রেমের নূপুর বাঁধা থাকে
এসো, অলৌকিক এই জলীয় মুহূর্তে বাঁচি ডুবসাঁতারের গভীরে(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)