Subscribe to Magazines





পরবাসে
স্বর্ভানু সান্যালের

লেখা


ISSN 1563-8685




এ জীবনে প্রেম আসে...

অরণ্য বৃক্ষ জল মমতাময়ী নারী
আমায় আশ্লিষ্ট করো। পাহাড়ি
নদীর মত বয়ে যাও বুকের গভীরে
হতক্লান্ত দিশাহীন অজস্র মানুষের ভিড়ে
পথ রেখা এঁকে দিয়ো জলের আখরে।

আমি কত শত বর্ষ ধরে পথে পথে হাঁটি
ক্লিন্ন শরীর জুড়ে লেগে থাকে ধুলো কাদা মাটি
কখনো বৃষ্টি নামে আমি ভিজি একা বসে বসে
মুগ্ধ সঙ্গীত বাজে হরিণীর কণ্ঠে আবেশে
আমি শুনি। আমি খুঁজি কখনো বা প্রিয় লতা কোনো
নারীর ঠোঁটের মত শুষে নিই জীবন সফেন

রথচক্রের ঘর্ঘর ধ্বনি তুলে আসে
পুরাতন দস্যু এক। আর আমি মাঘ মাসে
পড়ন্ত রোদ্দুরে গা এলিয়ে বসি
গত জন্মের স্বাদ লেগে থাকে জিভে। রূপসী
আলোর দল বলে যায় বাউল সঙ্গীতে--
“এ জীবনে প্রেম আসে আমাদের শুদ্ধ করে নিতে।”




(পরবাস-৭৮, ৮ই এপ্রিল, ২০২০)