Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines






পরবাসে
যশোধরা রায়চৌধুরীর

আরো লেখা

বই




ISSN 1563-8685




সুতো সুতো, ফেনা ফেনা



চিন্তা যেভাবে আসে - সুতোর মতন
সেইভাবে লিখে রাখি - হল না বুনন।



চিন্তা ফেনার মত - তিলেকে নূতন
গতিযুক্ত, কী নশ্বর! মুহূর্তকরুণ



ফেনার স্বপ্ন দেখি, জলের স্বপ্নও
বাকিটা সাবান জেনো। সাবানের জন্য প্রাণ ছটফট করে



প্রতিদিন নানা শিশি খুলে দেখি, শুঁকে দেখি, ধরে দেখি, সাবান রয়েছে?
শ্যাম্পুকে সাবান ভাবি, যে কোন তরলে আমি ফেনা খুঁজে খুঁজে মরি, ফেনা



এইসব ফেনাচয়, এই তো নিরতিশয় ফেনাকুল বচন আমার
রাত্রিঘুমে হারিয়েছি শব্দের নব নব আলোড়ন, ঢেউ, ফেনাময়



দাগ থেকে গেছে শুধু, বালিতে ফেনার দাগ থেকে যায় শুধু
হাত ধোয়া হয়ে গেলে খসখসে চামড়া রয়ে যায়



কিছুই পাব না আমি, প্রতিদিন আকুলতা ছাড়া
নব নব বোধোদয়, তা তো আমি হারিয়েছি স্বপ্নে, দিশাহারা



বাস্তুহারা ফেনার প্রকৃতি আর ঢেউয়ের মাথায় ভেসে আসা
পাড়ে ভেঙে পড়া ছাড়া এ জীবন কিছুই হল না।



(পরবাস-৭৯, ৯ জুলাই, ২০২০)