ISSN 1563-8685
সুতো সুতো, ফেনা ফেনা
১
চিন্তা যেভাবে আসে - সুতোর মতন
সেইভাবে লিখে রাখি - হল না বুনন।
২
চিন্তা ফেনার মত - তিলেকে নূতন
গতিযুক্ত, কী নশ্বর! মুহূর্তকরুণ
৩
ফেনার স্বপ্ন দেখি, জলের স্বপ্নও
বাকিটা সাবান জেনো। সাবানের জন্য প্রাণ ছটফট করে
৩
প্রতিদিন নানা শিশি খুলে দেখি, শুঁকে দেখি, ধরে দেখি, সাবান রয়েছে?
শ্যাম্পুকে সাবান ভাবি, যে কোন তরলে আমি ফেনা খুঁজে খুঁজে মরি, ফেনা
৪
এইসব ফেনাচয়, এই তো নিরতিশয় ফেনাকুল বচন আমার
রাত্রিঘুমে হারিয়েছি শব্দের নব নব আলোড়ন, ঢেউ, ফেনাময়
৫
দাগ থেকে গেছে শুধু, বালিতে ফেনার দাগ থেকে যায় শুধু
হাত ধোয়া হয়ে গেলে খসখসে চামড়া রয়ে যায়
৬
কিছুই পাব না আমি, প্রতিদিন আকুলতা ছাড়া
নব নব বোধোদয়, তা তো আমি হারিয়েছি স্বপ্নে, দিশাহারা
৭
বাস্তুহারা ফেনার প্রকৃতি আর ঢেউয়ের মাথায় ভেসে আসা
পাড়ে ভেঙে পড়া ছাড়া এ জীবন কিছুই হল না।