ISSN 1563-8685
এতদিন ছিল অবহেলা, অন্ধকার, চোখের আড়াল। মৃত্যু এনে দিল বস্তাভর্তি চাল, ওষুধের বাক্স, ঘর ছাওয়ার টিন, মিডিয়ার আলো। সেলিব্রিটিদের পদচারণা। রাজনীতি মুখ লুকিয়ে হাসে ভাঙাচোরা চৌকাঠ।
(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)
অলংকরণঃ অনন্যা দাশ