যে যায় সে যদি ফিরেও আসে
সেভাবে ফেরে না।
কিছুটা বুঝসুঝ, কিছুটা সমঝোতা গড়ে ওঠে
মুঠোর ভিতর তবুও কিছুটা রাগ-দুঃখ-অভিমান রয়ে যায়।
পুরোনো দিনের হাঁটাচলা, হাসি ঠাট্টা,
মেনে নেওয়া, মানিয়ে নেওয়া চলতে থাকে আবার—
তবু কাটা দাগ, তবু চিড়্-ফাট।
যে যায় সে যদি ফিরেও আসে
সম্পূর্ণ ফেরে না।
(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)