Subscribe to Magazines





পরবাসে
নিরুপম চক্রবর্তীর

আরো লেখা

বই


ISSN 1563-8685




ডিভাইন ভিলানেল



একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর
সবুজ ঘাসের মাঠ পার হয়ে যেতে থাকে সমুদ্রের দিকে
সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর

তাদের ছবিটি ধরে রেখেছিলো, যেন এক প্রশান্ত মুকুর
হঠাৎ উঠেছে ভরে, আলো ঝলসায় বুঝি অমল স্ফটিকে
একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর

স্কুলের হলুদ বাড়ি পার হয়, সমুদ্র তখনও বহুদূর
গাঢ় নীল ঢেউ যার, সাদা ফেনা, আকাশের নীলটুকু ফিকে
সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর

এইসব দিব্য দৃশ্য দেখেছিল, কোনো এক নিরালা দুপুর
স্বর্গীয় সংগীত হয়ে বেজেছিল একদিন স্তব্ধতার বুকে
একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর

কিছু স্মৃতি খুঁজে পায়, বিনুনি দোলানো এক লাজুক খুকুর
সমুদ্র দ্যাখার গল্পে, শিশুটি তাকেই আজ মা বলে যে ডাকে
সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর

পার হলে, বড় হলে, শোনা যাবে না দ্যাখা সে সমুদ্রের সুর
সে সমুদ্রে রাত হলে জলে জ্বলে আলো চিকচিকে
একদিন ভিলানেলে একটি শিশুর সঙ্গে একটি কুকুর,
সমুদ্র অনেক দূর, তার আগে স্তব্ধ কোনো পুরোনো পুকুর।



(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)