Subscribe to Magazines





পরবাসে
সিক্তা দাসের

লেখা


ISSN 1563-8685




দু'টি কবিতা

খিদে

খুব খিদে পায়
খুব খিদে লেগে আছে চরাচর জুড়ে
খুব খিদে পেতে পেতে জংলী হয়েছে সব
মরসুম ভরে থাকে বুভুক্ষুদলে।

বুভুক্ষ বলে যায় তাহাদের কথা,
জিভের আগ্রাসনে রক্তপিপাসু, তার খুব খিদে...

মেরুদণ্ড খুঁড়ে নিয়ে অবিরত দেখো,
মজ্জাতে মজ্জাতে খিদে অহরহ...
খিদে গিলে নিয়ে, মজ্জারা বেঁচে যদি থাকে,
তাকে দিও একমুঠো পৌষের ধান
স্বচ্ছ সরবতায় সে ধানের বুকে
তিলেতিলে ধান‍্যদুগ্ধ মান হয়ে জাগে।


সমর্পণ

জ্যোৎস্নাও বৈরিতার কারণ হয়ে যায়, যদি সে একবারও মেঘের কাছে নত না হয়,
বৃষ্টির জল না চেনে।
তখন মনে হয়, তার গলন্ত বৈভব, অন্য রূপালী ধারার কাছে নম্রতা শিখে নিক।
আত্মসমর্পিত হয়ে পৃথিবীকে ভালবাসায় ভিজিয়ে দিক।

সমর্পণে অহঙ্কারও সুন্দর হয়, একথা তো চাঁদ জানে।




(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)