'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)
শ্রী অলোকরঞ্জন দাশগুপ্ত (১৯৩৩ -- ২০২০)-এর আকস্মিক মৃত্যুতে 'পরবাস' গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই। 'পরবাস'-এ প্রকাশিত তাঁর লেখা এখানে পড়ুন।
Sri Jayanta Meghani has translated into Gujrati The Land Where I Found It All and published in his collection Raveendrasannidhye. Nandini Gupta's English translation of the original সব পেয়েছির দেশে by Buddhadeva Bose has been published by Parabaas.
কৃষ্ণ ইথার, (স্পাউট, ২০২০) শাম্ভবী ঘোষের ভাষান্তরে জঁ লরেইন-এর রূপকথার সংকলন।
Rajinder Singh and Suprakash C. Roy's Clay, Craft, Music and Science: Purnima Sinha's Life, with a foreword by Prof. Chandrima Shaha, has been published by Shaker Verlag GmbH, Germany. A two part series of famous musician Jnanprakash Ghosh's diaries, annotated by Purnima Sinha, was published in Parabaas in.
— তিলোত্তমা মজুমদারের গল্পের বই 'গল্প সংগ্রহ'(*) প্রকাশিত হয়েছে। ('আনন্দ পাবলিশার্স', জুলাই, ২০২০)।
— দেবারতি মিত্রর কবিতার বই 'পাখি ও পরি তখন' প্রকাশিত হয়েছে। ('শুধু বিঘে দুই', ২০২০)।
— সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গল্পের বই 'রূপকথা ট্রাভেলস'(*) প্রকাশিত হয়েছে। ('সৃষ্টিসুখ', বইমেলা, ২০২০)।
— রঞ্জন রায়ের লোকজীবন/সমাজজীবন সংক্রান্ত বই 'ছত্তিশগড়ের চালচিত্র'(*) প্রকাশিত হয়েছে। ('সুন্দরবন প্রকাশন', বইমেলা, ২০২০)।
— অঞ্জলি দাশের গল্পের বই 'এক প্রজাপতি ও বৃক্ষলতা' নির্বাচিত গল্প সংকলন(*) প্রকাশিত হয়েছে। ('ঋত প্রকাশন', বইমেলা, ২০২০)।
— অতনু দের ২০-টি বিভিন্ন জঁর-এর গল্পের সংকলন 'শহরের সিম্ফনি' (*) প্রকাশিত হয়েছে। ('সৃষ্টিসুখ', বইমেলা, ২০২০; প্রচ্ছদচিত্রঃ মণিদীপা দে)।
— অনিতা অগ্নিহোত্রীর ছোটোদের গল্পের বই ছোটোদের গল্পমেলা ('সোপান', জানুয়ারি, ২০২০)। এবং A Day in the life of Mangal Taram translated by Rani Ray (Niyogi Books, 2020)
— উদয় চট্টোপাধ্যায়ের অনুবাদে এল. ভ্লাসভ ও ডি. ত্রিফোনভ-এর 'রসায়নের একশো সাত গল্প' ('বেস্ট বুক্স্', বইমেলা, ২০২০) প্রকাশিত হয়েছে। বাংলা অনুবাদটি রুশ ভাষায় লিখিত মূল বইটির ইংরেজি ভাষান্তর থেকে করা হয়েছে।
— কৌশিক সেন-এর উপন্যাস অমূল্যদার হোটেল ('প্রতিভাস', বইমেলা, ২০২০)।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।
(পরবাস-৮১, ১২ জানুয়ারি, ২০২১)
(আগের সংখ্যায়) | (পরের সংখ্যায়)