Subscribe to Magazines





পরবাসে অরণি বসুর
আরো লেখা


বই


ISSN 1563-8685




কড়া

বেরিয়ে পড়ি পথে, কড়া নাড়তে নাড়তে যাই—
কেউ সাড়া দেয়, কেউ দেয় না,
কেউ জাগে, কেউ জাগে না।
কড়া নাড়তে নাড়তে এগিয়ে যাই—
ঘৃণা - তাচ্ছিল্য - হাততালি - শুভেচ্ছা।

অন্যের কড়া নেড়ে নেড়ে নিজেকেই জাগিয়ে রাখতে চাই।


(পরবাস-৮১, ১২ জানুয়ারি, ২০২১)