Subscribe to Magazines





পরবাসে
নিরুপম চক্রবর্তীর

আরো লেখা

বই


ISSN 1563-8685




এস্কেপিং ভিলানেল



কোনো এক ভিলানেল সারা রাত ভুল স্বরে বেজে
চলে যায় আনমনে, জ্যোৎস্নার সীমানা পেরিয়ে
গভীর ছায়ার দেশে, থমকে দাঁড়িয়ে আছে সে যে

কী যেন বলতে চেয়ে, কী যেন শুনতে চেয়েছে যে
যা আমার জানা নেই, তাই আজ আমাকে এড়িয়ে
কোনো এক ভিলানেল সারা রাত ভুল স্বরে বেজে

বড় দুঃখে ছিলো, তবু অবশেষে উঠেছিলো সেজে
ছায়াঘেরা আভরণে, হয়ত সে আসবে বেড়িয়ে
গভীর ছায়ার দেশে, থমকে দাঁড়িয়ে আছে সে যে

বুঝিবা আমার জন্য, তবু তাকে ডেকে নেবে কে যে
হাতছানি দিয়ে, যাতে আজ রাতে পেনাম্ব্রা ছাড়িয়ে
কোনো এক ভিলানেল সারা রাত ভুল স্বরে বেজে

ভুলবে আমাকে শেষে, আকাশের মিশকালো স্টেজে
হঠাৎ উঠবে জ্বলে, তারা হবে আকাশ ভরিয়ে
গভীর ছায়ার দেশে, থমকে দাঁড়িয়ে আছে সে যে

আমারই তো মৃত স্বপ্নে, আমি তাই নিজের গরজে
লিখে যাই, এইসব ব্যর্থ পঙ্‌ক্তি সরিয়ে সরিয়ে
কোনো এক ভিলানেল সারা রাত ভুল স্বরে বেজে
গভীর ছায়ার দেশে, থমকে দাঁড়িয়ে আছে সে যে।




(পরবাস-৮১, ১২ জানুয়ারি, ২০২১)