Subscribe to Magazines



পরবাসে
সুজিত বসুর

লেখা


ISSN 1563-8685




রূপান্তরে

শান্ত সবুজ উদাস হলুদ মায়াবিনী নীল
অন্ধকারের পরদাখানি ধূসরিমায় মাখা
ঊষা এসে খোলেই যদি ম্লান রাত্রির খিল
ক্লান্তি আমার থাক না তবু বিষণ্নতায় ঢাকা
ঘোমটা যদি খোলেই আবার সেই সে মায়াপরী
কুয়াশার এই পরদা যেন ধূসর কৃষ্ণসার
মেঘের পেঁজার অঙ্গে ভাসাই ছোট্ট সোনার তরী
কমলা রঙের স্বপ্নরঙিন কমলাকোয়ার ভার
বইবে যখন আবছা সোনার রঙ ছড়ানো ভোর
কাটবে ঘুমের ঘোর।



(পরবাস-৮৩, ১০ জুলাই, ২০২১)