শান্ত সবুজ উদাস হলুদ মায়াবিনী নীল
অন্ধকারের পরদাখানি ধূসরিমায় মাখা
ঊষা এসে খোলেই যদি ম্লান রাত্রির খিল
ক্লান্তি আমার থাক না তবু বিষণ্নতায় ঢাকা
ঘোমটা যদি খোলেই আবার সেই সে মায়াপরী
কুয়াশার এই পরদা যেন ধূসর কৃষ্ণসার
মেঘের পেঁজার অঙ্গে ভাসাই ছোট্ট সোনার তরী
কমলা রঙের স্বপ্নরঙিন কমলাকোয়ার ভার
বইবে যখন আবছা সোনার রঙ ছড়ানো ভোর
কাটবে ঘুমের ঘোর।
(পরবাস-৮৩, ১০ জুলাই, ২০২১)