Subscribe to Magazines




পরবাসে
অঞ্জলি দাশের

আরো লেখা

বই


ISSN 1563-8685




দুটি কবিতা

খেলার কৌশল

গলা জলে নেমে গেছি তবু অটুট রেখেছি বেণী,
তাতে সাপের ফণার কিছু দোষগুণ বর্তেছে যদিও।
বাঁকা চোখ, সন্দেহের বিষদাঁত...
এতসব অনুষঙ্গ উপেক্ষা করেও
কিছু কৃষ্ণপক্ষ দিয়ে আবৃত করেছি এই রাধিকা শরীর।
কলঙ্কের মতো জ্যোৎস্না লাগছে গায়ে,
গোপনে বাড়ছে পূর্ণচাঁদ, ছলাকলা, মায়াবী আগুন...
জানি হাত সেঁকে নেবে বলে শীতকাল অপেক্ষায় আছে।


বিরহ

মনমরা ছায়া মেখে অন্ধকার নামলো,
টুকরো চাঁদ জুড়ে জুড়ে মূর্তি গড়ছে রাত, নির্ঘুম।

বিষাদের বাহানা এসব,
কেননা বিকেল ফুরোনোর আগেই ‘যাই’ বলেছিল কেউ,
বাতাসে এখনও তার শূন্য অবয়ব লেগে আছে।

ভালো নেই, অন্ধকার সেও ভালো নেই।
বন্ধ চোখের নিচে আলো জ্বেলে রাতভর
আগুন নিয়েই খেলছে,
ঠান্ডা আগুন, তবু ভালো নেই,
শীত করে।...



(পরবাস-৮৩, ১০ জুলাই, ২০২১)