Subscribe to Magazines






পরবাসে নূপুর রায়চৌধুরির
লেখা


ISSN 1563-8685




কঠিন কাজ

ওরা বললো,
কি এমন কঠিন কাজ এটা?
টুকরো টুকরো করে
ভেঙে ফেলো নিজেকে,
নকশি কাঁচের ঝালরের মতো।
তারপর, রং মিলিয়ে জুড়ে নাও,
একটু একটু করে৷
ব্যাস, আনকোরা নতুন যেন।
হুঁ, কম সেয়ানা নয় টুকরোগুলো৷
ছড়িয়ে ছিটিয়ে,
ঘাপটি মেরে,
লুকিয়ে থাকে,
ডায়েরির হলদেটে ছেঁড়া পাতার ভাঁজে।
উই কাটা এলবামের আনাচে কানাচে।
নতুন তোমাকে দেখলেই,
হিংসুক ওরা,
ঠিক বিঁধে যাবে,
হাতের অনামিকায়।
বা পায়ের মধ্যমায়।
বিন্দু বিন্দু রক্তের ফোঁটা হয়ে,
জ্বলজ্বল করবে।
ধুতে চাইবে যত,
ছড়াবে তত৷
অসাড় সত্তা তোমার যতক্ষণ না,
ক্রমে ক্রমে এক্কেবারে বিলুপ্ত হয়৷





(পরবাস-৮৩, ১০ জুলাই, ২০২১)