ISSN 1563-8685
কোনো ওজর চলবে না শুধু সহ্য করে যেতে হবে যে ভাবে অঝোর বৃষ্টিকে সহ্য করে টিনের চাল। তাথই-তাথই, সারারাত, হে নটরাজ— তারপর আপাতত শান্তিকল্যাণ, জল শুধু জল থই থই।
(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)
অলংকরণঃ অনন্যা দাশ