Subscribe to Magazines





পরবাসে
রুমঝুম ভট্টাচার্যর

আরো লেখা


ISSN 1563-8685




আমি কবিতা লিখি না

আমি কবিতা লিখি না
আমার অনুভূতি যেন
ঝরা পাতার মতো উড়ে
তোমাকে ছুঁয়ে যেতে চায়।
আমি কবিতার নামে
তোমাকে স্পর্শ করি
তোমাতে অবগাহন করি
তোমার ঝরণায়
নিজেকে উন্মুক্ত করে
বলে উঠি বারবার
হে নিভৃত প্রেমিক
আমি কবিতা লিখি না
শুধু তোমাকে ছুঁয়ে যাই।




(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)