আমি কবিতা লিখি না
আমার অনুভূতি যেন
ঝরা পাতার মতো উড়ে
তোমাকে ছুঁয়ে যেতে চায়।
আমি কবিতার নামে
তোমাকে স্পর্শ করি
তোমাতে অবগাহন করি
তোমার ঝরণায়
নিজেকে উন্মুক্ত করে
বলে উঠি বারবার
হে নিভৃত প্রেমিক
আমি কবিতা লিখি না
শুধু তোমাকে ছুঁয়ে যাই।
(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)