পদ্মপাতায় জলের কণা বিপজ্জনক দোলে
বাষ্প হয়ে মিলিয়ে যাওয়ার প্রবণতা রোদে
শত্রু বাতাস দুলিয়ে তাকে মাটির দিকে টানে
সামলে বাধা দুর্গ গড়ে শান্ত প্রতিরোধে
এত বাধা বিঘ্ন তবু আলোর বিচ্ছুরণে
বর্ণালীতে জলের কণায় তীব্র রূপের ছটা
অল্প কিছু সময় হাতে, বিপদ চারিদিকে
কাচের দেওয়াল ভাঙবে তবু সাজের ঘনঘটা
মেঘের ডাকে আকাশ কাঁপে , বাতাস প্রতিকূল
পরিবেশে ভয়ের আভাস,আতঙ্কেরই
প্রতিধবনি
সব কিছু অগ্রাহ্য করে নাচে জলের কণা
কোথায় সে পায় আনন্দ আর কোথায় যে তার সুখের খনি
সার্কাসে যে ট্রাপিজ দেখায় , গোলের মধ্যে দ্বিচক্রযান
তীব্রবেগে ঘোরায় যারা তারাই এসব সঠিক জানে
তারাই জানে জীবিকা নয় , ঝুঁকির মধ্যে আসল মজা
জলের কণা জানে বলেই থাকে সুখের এ সন্ধানে
বাষ্প হয়ে মিলিয়ে যাবে, গড়িয়ে পড়বে কখন খাদে
অতশত ভাবলে কি আর আনন্দ বা সুখ পাওয়া যায়
কয়েক মিনিট পরের কথা জানাটা কি খুব জরুরি
পদ্মপাতায় জলের কণা নেচে সুখের পশরা সাজায়
পদ্মপাতায় জল বলে দোল তোরা যেমন আমি দুলি
ফুরিয়ে যাওয়ার আগেই বরং নে ভরে নে সুখের ঝুলি।
(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)