মেতেছিলাম কার্তিক পূর্ণিমায়ঃ
মাটিতে ভেঙে পড়ে আকাশ
আকাশে হারিয়ে যায় মাটি
ঘর-পালানো রাতঃ
বাইরে ঘাসের ঢেউ
তোমার ঠোঁটে মৌঃ
আর তোমার চোখ,
আর আমার চোখ
তোমার বুকে আমার চোখ।
অমারাতে এলেঃ
পরিত্যক্ত ভিটের রাত।
আকাশে আকাশ,
মাটিতে মাটি
এখন যে ভেতরের সব দেখতে পাবে।
(পরবাস-৫৩, ফেব্রুয়ারি, ২০১৩)