সোনালী রূপালী মাছ, নীল বেগুনী মাছ
উজ্জ্বল হীরার ছটা অযুত অর্বুদ মাছ
কামনা-রঙিন
সাগর দু-ভাগ করা গতি ক্ষুরধার,
হে দুর্বার।
উড়ন্ত পুচ্ছে ঢেকে সাগরের বিরাট বিস্তৃতি
পর্বতের শৃঙ্গ চুমি
দু-চোখে আদিগন্ত স্বপ্নের উজান
হে চিরন্তন, কামনা-রঙিন
সৃষ্টির প্রথম সন্তান।
সোনালী রূপালী মাছ, নীল বেগুনী মাছ,
জন্মের রঙিন মাছ, রঙেতে রঙিন আর
অজস্র মৃত্যুর:
জাল, পল, খোকা, খেপজাল
নদীর বুকে,
তথাপি অমর।
হে মাছ, হে চিরন্তন মাছ!
(পরবাস-৫৩, ফেব্রুয়ারি, ২০১৩)