ISSN 1563-8685




খেজুরে গপ্পো

দোহারা গা,
কাঁটার মুকুটে
ভরা সংসার

বাঁজা শরীরেও
জ্যোৎস্না চোঁয়ায়,
রস নামে

চাঁদ-চুমুক জল,
আদুরে হাওয়ায়
কালো মৌতাত

আগুন নিভে যায়!


(পরবাস-৫৩, ফেব্রুয়ারি, ২০১৩)