যে দিন গেছে তার
মধ্যে কত আলো
গ্রহণ করিনি তা
কত-যে দিন যায়।
কত-যে বন্ধন
শায়িত পথঘাট—
অনেক পাখি ডাকে
অনেক নির্বাক।
অন্ত্যমিলে যারা
চেয়েছে বন্ধন
তাদের ঘরে-ফেরা
গহন বিস্তার।
বিস্তৃতির গানে
দূরাশিত সুর—
ভোরের আলো আসে
প্রণাম লৌকিক।
(পরবাস-৫৩, ফেব্রুয়ারি, ২০১৩)