বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

কিভাবে আয়াসে এই দীর্ঘ ছুটি কেটে যায়
খুব ভোরবেলা ঘুম ভেঙে শোনা সেই
কাঠবেড়ালীর বাঁশি, মায়ের শাঁখার শব্দ
আমাদের ডাক দেয়—ঠিক যেন জন্মান্তরের সব
দীর্ঘসূত্র বিচ্ছেদ এইমাত্র শেষ হল—কেটে গেল অপেক্ষার দিন।
আশ্চর্য কুটিরে যেন আরও কিছু পাতা রেখে আসা,
এরপর যতবার মনে পড়া সপ্তরাগ—ততবার
ফিরে আসে তুমি আর ছুটির বিকেল।

বিরহ,আসন্ন শূন্যতার রাত্রি—সব নিভে যায়,
তুমিও এমনভাবে গাছ ভালোবাসো তাই
শ্বেতাভ চন্দনদাগ ফুটে থাকে সারাদিন
আমাদের জ্যোৎস্নার কুঁচফুলে, আকন্দশাখায়...



(পরবাস-৫৪, জুন ২০১৩)