বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

গাছও তবে প্রবাস বুঝেছিল
গাছও তবে ঝরে ফুলের পাশে

এমন স্পৃহা গভীর তার প্রতি
মুক্তঝুরি নিবিড় হয়ে আসে

খড়ের কুটো, সবুজ পাতা-ডালে
আকাশ হয়ে ঘুমিয়ে থাকে বাসা

আসলে ফুল ঝরে যাবার পরেই
গাছের সাথে পাখির যাওয়া আসা

ফুলের ঋতু প্রাচীন হয়ে এলে
তুষার বীজ ছড়িয়ে পড়ে ঘাসে

উড়ে যাবার সময় হয়ে এ’ল
চলে যাবে, বলেই পাখি আসে

সেদিন যার মর্মে ভিজেছিল
সে গাছ আজ অচেনা তার কাছে

পত্রমূলে অনেক শত পাখি
পাখির বুকে শিমুল আঁকা আছে



(পরবাস-৫৪, জুন ২০১৩)