বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

ইন্দ্রাণী মুখোপাধ্যায়

সোনালী বৃষ্টিগাছ



এই জন্ম অপেক্ষায় কেটে যাক তবে।
অনেক গাছের কাছে বহু কথা বাকি রয়ে যাক...
ভুলে যাই যা কিছু না বলা আর বলবার ছিল,
ভেবে নিই পরিচিতি আসেনি কখনও—কখনও হয়নি কথা
ছাতিমফুলের ঘ্রাণ কোনোদিন আবিষ্ট করেনি,
উজ্জ্বল সোনালী রঙ রাধাচূড়া ঝরায়নি
অপূর্ব বসন্তশেষে কোনও এক শান্ত সকাল।

যা কিছু গভীর স্রোত সাথে করে নিয়ে গেছে নদী
শূন্যতার দিকে চেয়ে বসে আছি বহুকাল

কেবল আজও কিছু অশ্রুত বৃষ্টি বেঁচে আছে—
যে বৃষ্টিজাত গাছ ভিজেচুল কিশোরীটি,
                      ইতিপূর্বে কখনও দেখেনি



(পরবাস-৫৪, জুন ২০১৩)