বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

ইন্দ্রাণী মুখোপাধ্যায়

বৃষ্টিভোরের পাখি



আশ্চর্য শান্ত হয়ে আছে গাছ—যেন ডালপালা
বিস্তৃত ঝড়ের কাছে নতজানু হবে, তার অপেক্ষায়
শাখাগুলি কেঁপে ওঠে মাঝেমাঝে—মনে হয় শাল্মলীর
শূন্যতার দিন শুরু হল...এইবারে পাতাগুলি ঝরে যাবে
শান্ত চেতনায়, ফুল ফুটবার আগে এমন বৃষ্টিপাত
চেয়েছিল শরৎ আকাশ—তাই এত দীর্ঘ মেঘ
ঢেকে আছে আমাদের...দূরে খুব দূরে আজ
হেঁটে যায় কুসুম কুসুম রোদ, কৌটো ভরে
রেখে দেওয়া লক্ষীর ঝাঁপির কড়ি—বসুধারা আঁকে
প্রতিটি গাছের গায়ে...সেই দাগ লেগে আছে গূঢ়তায়
কি আশ্চর্য গভীর ভাবে—ঠিক যেন আনন্দ-বিষাদ...
বীথি আজ তীব্র অভিমান নিয়ে দাঁড়িয়েছে অরণ্যের কাছে
এত ভালোবাসা, তবু ভীষণ ঝড়ের মুখে পথ খুব সহজে হারায়
আর সব স্মৃতির ভিতর থেকে বৃষ্টিভোরের পাখি
                      কিশোরবেলার দিকে উড়ে যায়...



(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)