স্মৃতির ভিতর থেকে লেখনীর শব্দ ভেসে আসে
কত জন্মান্তর গেল—আমাদের পরিণতি বোধ
সমূহ আকাশ ভুলে গেছে—এমনকি মেঘের কথা
সেও খুব আচম্বিতে মনে হয়, যখন শিশুর গান
হরিয়াল ডাকের সাথে গেয়ে ওঠে—‘অসতো মা...’
একটি পাখির কথা মনে পড়ে...যে পাখির নীল চোখ
গভীর ছুঁয়েছে অন্য চোখমুখ—ফুলের বাগান।
তর্জনী বেয়ে কত অজস্র মুহুর্ত নেমে আসে
তাদের ঠিকানা নেই,
গভীর অরণ্যে বাস স্বর্ণাভ লতাটির সাথে–
যার দুই ভেজা চোখ আকাশ ছুঁয়েছে আর
আজ সেই পরিচিত নদীটির নুড়ি ঘিরে
অসামান্য গাছ এক জন্ম নেয়--ডাকনাম ভালোবাসা
ঠিক যেন বহুদূর থেকে আসা হলুদের ঘ্রাণ
গাছটির পীতরঙে আলো হয়ে আছে আজ মায়ের সকাল...
(পরবাস-৫৬, মার্চ, ২০১৪)