বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

যে চোখে ঘুমফোটা আলো
অধর ছুঁ’ল এইখানে
দীর্ঘ সেই বন্ধুতা
প্রভাতী জেগে ওঠা জানে

আদুড় রৌদ্রের ঘ্রাণে
ভেজা শরীরে শৈশব
তবুও রাত নেমে এলে
ছায়াটি ঢাকে অবয়ব

আমরা কতদূরে যাব,
প্রকৃত বাসাটির খোঁজে?
যেভাবে মা’র চলে যাওয়া
অরব সন্তান বোঝে

ও কেন চলে যায় ছেড়ে?
ও আজ কোনখানে যায়?
শারদী মেঘেরাও জানে
এ যাওয়া ফিরে আসা নয়

একা সে ভোর দেখে তবু
নদীতে বালিকা আভাস
যেমত শীতচোখ মেলে
পাখিটি খোঁজে পরবাস



(পরবাস-৫৮, নভেম্বর ২০১৪)