বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

ইন্দ্রাণী মুখোপাধ্যায়

খোলা মেঘে বৃষ্টি



নিষেধ পেরিয়ে গেছে আমাদের ঘরবার, এখন কিভাবে
জল দিয়ে আটকাই জলের শরীর? ফুলবিছানায় আজ
চুনিপান্নার সাজ, এভাবে কখন যেন সকালের সাজ
দুপুর পেরিয়ে হাঁটে সন্ধের দিকে, এতটুকু গোপন মানেনা

তুচ্ছ বড়ো তুচ্ছ লাগে অসময়--জ্বরের উত্তাপ
অপ্রতিম চোখদুটি কাছ থেকে, দূর থেকে দেখি
কথার সালতি তুমি দু-দণ্ড স্থির হয়ে বোসো
স্মৃতি থেকে সুন্দর স্থাপন করি কাশের বাগানে

সাড়া নেই শব্দ নেই—অবিন সুগন্ধ আছে শুধু
আচমন করে তুমি জল ছোঁও আকন্ঠ গভীর
ও আকাশ, আমাকে জড়িয়ে নাও মৃদু শেষবার
আর একবারও আমি খোলা মেঘে বৃষ্টি চাইবো না



(পরবাস-৫৮, নভেম্বর ২০১৪)